আগামী ৯ই জুন হইতে যে সকল আবেদনকারী ময়মনসিংহ ভিসা সেন্টার এ আবেদনপত্র জমা দিবে তাদেরকে সিলেট মিশন বাছাই করতে হবে | ঢাকা মিশন বাছাইকৃত আবেদনকারীরা ময়মনসিংহ ভিসা সেন্টার এ আবেদনপত্র জমা দিতে পারবে না | এই বিষয়টি ছাড়া অন্য কোনো পরিবর্তনের প্রয়োজন নেই | নির্বাচিত মিশনটি সঠিক না হলে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি যদি কোনও অর্থ প্রদান করা হয় তবে তা বাতিল করা হতে পারে। ভিসার আবেদন গ্রহণ বা আবেদনকারীর যেকোনো অসুবিধার অস্বীকৃতির কোনও ঘটনাকে রোধ করার জন্য দয়া করে নতুন নির্দেশিকা লাইনগুলি মেনে চলুন।
আরো বিস্তারিত জানার জন্য আপনি আমাদের হটলাইন নম্বর -09612 333 666 এবং 09612 333 666 এ আমাদের কল করতে পারেন