চিকিৎসা ভিসার এক বছরের একাধিক এন্ট্রি ভিসা জারি করা হয়েছে এমন ভিসা আবেদনকারীরা ভারতে গমনের ১৪ দিনের মধ্যে নিজেদের নিকটতম FRRO (বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিস) এ নিবন্ধন করার পরামর্শ দেওয়া হল ।
অনলাইনেও FRRO নিবন্ধন করা যাবে – https://indianfrro.gov.in/frro/
ব্যর্থতার কারণে নির্দিষ্ট দিনের সংখ্যাগুলির উপর জরিমানা করা হবে।