দৃষ্টি আকর্ষণ :
আইভ্যাক ময়মনসিংহ ভারতীয় ভিসা আবেদন পত্র জমা দিতে ইচ্ছুক প্রার্থীদের জানানো যাচ্ছে যে, আইভ্যাক ময়মনসিংহ নতুন ঠিকানায় স্থানান্তরিত করা হচ্ছে।
নতুন ঠিকানা,
শাহজান সেন্টার, পাটগুদাম (রেলির মোড়), সদর, ময়মনসিংহ
বি দ্রঃ পুরানো কেন্দ্রে ভিসা আবেদন জমা দিয়েছেন এমন আবেদনকারীদের নির্ধারিত প্রদান তারিখে নতুন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ করা যাচ্ছে। পুরানো কেন্দ্রটি ২৬ ডিসেম্বর ২০১৯ এর পর কার্যকর থাকবে না।